শ্রীপুরে ভাঙারির দোকানে আগুন, দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগুনে পুড়ে যাওয়া ভাঙারি দোকান।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে। পাশেই দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত পৌনে ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার দক্ষিণ পাশের ইউটার্ন সংলগ্ন পশ্চিম দিকে অবস্থিত ফারুকের ভাঙারির দোকানে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনে ফায়ারিং হয়। এ সময় সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ নিচে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনে দোকানটির সামনে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত একটি ট্রাক
ভাঙারির দোকানের মালিক ফারুক বলেন, “এক রাতেই সব শেষ হয়ে গেছে। দোকানের মালামালসহ অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, দোকানের ওপর দিয়ে অতিক্রম করা পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের কেবলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
ঢাকা/রফিক/মাসুদ