ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:০৭, ১৪ ডিসেম্বর ২০২৫
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

সাভারে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে ঘটনাটি ঘটে। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের ধারণা, সন্ত্রাসীরা বাসটিতে আগুন দিতে পারে। 

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‍“রাত ১০টা ২ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন লাগার খবর আসে। সাভার ফায়ার সার্ভিসের এক ইউনিট ১০ টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।” 

আরো পড়ুন:

তিনি বলেন, “হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিতে পারে।” 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাসের চালক বা মালিকের সন্ধান পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়