ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আইপিএলের সময় মোস্তাফিজকে নিউ জিল‌্যান্ড সিরিজ খেলতে হবে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
‘আইপিএলের সময় মোস্তাফিজকে নিউ জিল‌্যান্ড সিরিজ খেলতে হবে’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসরের জন‌্য মোস্তাফিজুর রহমানকে এনওসি দেওয়া হয়েছে। তবে ঘরের মাঠে নিউ জিল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন‌্য তাকে দেশে ফিরতে হবে।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। তাই সে সময় মোস্তাফিজুরকে ৮–১০ দিনের জন্য দেশে আসতে হবে। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান নাজমুল আবেদীন ফাহিম।

``মোস্তাফিজুরকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএল-এর জন্য। শুধু নিউ জিল্যান্ড সিরিজে যে তিনটা ওয়ানডে ম্যাচ থাকব... সেখানে ওকে জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। ৮ দিনের জন্য সে ফেরত আসবে ওয়ানডে সিরিজ খেলার জন্য।’’

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। এজন‌্য দলের অন‌্যতম সেরা পেসারকে পেতে চায় বাংলাদেশ, ‘‘ওয়ানডেতে সরাসরি বিশ্বকাপ খেলার জন‌্য ওই জায়গাটাতে (বাছাই পর্ব) বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটাতে নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।’’

আইপিএলের নিলামে মোস্তাফিজুরকে নিয়ে হয়েছে টানাটানি। তাতে তার মূল্যও হয়েছে আকাশচুম্বি। ২ কোটি ছিল ভিত্তিমূল্য। দেখতে দেখতে সেই মূল্য গিয়ে পৌঁছায় ৯ কোটি ২০ লাখ রুপিতে। কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়েছে বিশাল মূল্য দিয়ে।

আইপিএলে টি-টোয়েন্টি খেলে দেশে ফিরে ওয়ানডে খেলা মোস্তাফিজুরের জন‌্য চ‌্যালেঞ্জ হবে না বলে মনে করছেন নাজমুল আবেদীন, ‘‘টি-টোয়েন্টি পরিবেশে থাকবে সে। সেখান থেকে এসে ওয়ানডে খেলা— আমরা বলতেই পারি যে কিছুটা ট্রানজিশন পিরিয়ড থাকতে পারে সেখানে। একই সঙ্গে, ও যে পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে প্রতিদ্বন্দ্বীতার পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে করতে পারবে— এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। আমরা সব হিসাব-নিকাশ করেই দেখেছি, ওর উপস্থিতিটা আমাদের জন্য জরুরি। আমাদের এখানের যে শক্তি তার সঙ্গে ও থাকলে আরো বেশি শক্তিশালী হয়। সেই বিবেচনায় এটা করা।’’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়