ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিক্ষোভে উত্তাল শাহবাগ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৩, ১৯ ডিসেম্বর ২০২৫
বিক্ষোভে উত্তাল শাহবাগ 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিল আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ ও আশপাশ এলাকা। নামাজের পর থেকে অনেকে মিছিল নিয়ে আসছেন, আবার কেউ নিজ উদ্যোগেই শাহবাগে এসে জড়ো হন। 

বিক্ষোভকারীরা 'তুমি কে, আমি কে; হাদি হাদি', 'এই মুহূ্র্তে দরকার, বিপ্লবী সরকার', ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’এমন স্লোগান দেন। 

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেও শাহবাগে সড়ক অবরোধ করে রাতভর বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়