ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৯ ডিসেম্বর ২০২৫  
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন:

রাশেদুল ইসলাম নামে এক আন্দোলনকারী বলেন, ‘‘জুলাইয়ের সম্মুখসারির এক যোদ্ধাকে গুলির ঘটনার এক সপ্তাহ পার হতে চললেও প্রশাসন দৃশ্যমান কোনো ভূমিকা নিতে পারেনি। এ সরকার আমাদের ভাইদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। হাদি হত্যার বিচারের দাবিতে আমরা আধাঘণ্টার জন্য মহাসড়ক অবরোধ করেছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় না আনলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’’

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, ‘‘অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ৩০ মিনিট অবস্থানের পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়