ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহিংসতার উসকানিমূলক পোস্ট সরাসরি রিপোর্টের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:০২, ২০ ডিসেম্বর ২০২৫
সহিংসতার উসকানিমূলক পোস্ট সরাসরি রিপোর্টের আহ্বান

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সম্পর্কে সরাসরি হোয়াটসঅ্যাপ ও ই-মেইলের মাধ্যমে রিপোর্ট করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

শনিবার (২০ ডিসেম্বর)  থেকে এ সংক্রান্ত যেকোনো অভিযোগ নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর ও ই-মেইলে পাঠানো যাবে। প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে। 

শনিবার  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, সরকার সরাসরি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক ও প্রাসঙ্গিক কারণ উপস্থাপন করে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এমন হেট স্পিচ যা সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমকে সহিংসতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার পাশাপাশি দেশ ও নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

ঢাকা/এএএম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়