দলে ফিরলেও সাকিবের ‘ব্যাড ডে’
চার ম্যাচ পর এমআই এমিরেটসের একাদশে ফিরলেন সাকিব আল হাসান। কিন্তু নিজের ফেরা রাঙাতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
ব্যাটিং করার সুযোগ মেলেনি। বোলিংয়ে পাননি উইকেট। তবে জিতেছে তার দল। আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ রানে জিতেছে সাকিবদের এমআই এমিরেটস। সাত ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।
আগে ব্যাটিংয়ে নেমে এমিরেটস ৪ উইকেটে ১৮৭ রান করে। ২৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন নিকোলাস পুরান। এছাড়া ওয়াসিম ৩৬ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৬ বলে ৩৮ এবং টম ব্যান্টন ২৮ বলে ৩৮ রান করেন। পাঁচে নামা পোলার্ডের ব্যাট থেকে আসে আসে ১৬ বলে ২৮ রান। জবাব দিতে নেমে নাইট রাইডার্স ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি।
সাকিব বোলিংয়ে ২ ওভার হাত ঘুরিয়েছেন। ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পাওয়ার প্লেতে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই তাকে ছক্কা উড়ান ব্র্যান্ডন ম্যাকমুলান। ওভারের বাকি পাঁচ বলে ৩ রান দেন বাঁহাতি স্পিনার।
এরপর পাওয়ার প্লের শেষ ওভারে এসে শুরুটা ভালোই করেন। প্রথম ৪ বলে চার রানের বেশি দেননি। তবে ওভারের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে এক রান হজম করেন। সব মিলিয়ে ওভারে আসে ১১ রান। এরপর তাকে আর বোলিংয়ে আনেননি পোলার্ড।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাটিংয়ে নেমে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ১২ বলে ১৬ রান করেছিলেন। এরপর তাকে তুলে দেওয়া হয়। লম্বা সময় পর মাঠে ফিরলেও নিজের ফেরাটা সাকিব রাঙাতে পারেননি।
ঢাকা/ইয়াসিন