ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় মেছোবাঘ আটকের পর বনে অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:০২, ২১ ডিসেম্বর ২০২৫
সাতক্ষীরায় মেছোবাঘ আটকের পর বনে অবমুক্ত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রাম থেকে একটি মেছোবাঘ আটক করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোররাতে গ্রামের আলমগীর হোসেন সরদারের বাড়িতে মেছোবাঘটি ফাঁদে আটকা পড়ে। পরে বন বিভাগের সহযোগিতায় প্রাণীটি পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হয়।

আলমগীর হোসেন সরদার জানান, তাদের বাড়িসহ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে রাতে প্রায়ই হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করেছিলেন, শিয়াল এসব নিয়ে যাচ্ছে। এ কারণে শনিবার রাতে মুরগির খোঁয়াড়ের পাশে একটি ফাঁদ পেতে রাখা হয়। ভোররাতে শব্দ পেয়ে বাইরে বের হয়ে ফাঁদের ভেতরে একটি মেছোবাঘ আটকা দেখেন।

স্থানীয় বাজার কমিটির সভাপতি ডা. আব্দুল মজিদ বলেন, ‘‘মেছোবাঘ আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়।’’

কলারোয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, ‘‘বন বিভাগের সহায়তাকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহায়তায় মেছোবাঘটি উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে  অবমুক্ত করা হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়