ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুপ্রবেশ: পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যকে ফেরত

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২১ ডিসেম্বর ২০২৫  
অনুপ্রবেশ: পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যকে ফেরত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য বেদ প্রকাশকে পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে তাকে হস্তান্তর করা হয়। এর আগে, ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোপোতা ডাংগারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আরো পড়ুন:

বিজিবি জানায়, রবিবার ভোরে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা ডাঙ্গারপাড়া সীমান্তের ১/৭ নং পিলার এলাকায় ভারত ও বাংলাদেশের একটি যৌথ গরু চোরাচালানকারী দল জড়ো হয়। তাদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্যরা ঘন কুয়াশার কবলে পড়েন।

এ সময় পথ ভুল করে বিএসএফ সদস্য বেদ প্রকাশ বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে একটি বাড়িতে প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি আঙ্গোরপোতা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে।

বিএসএফের আহ্বানে রবিবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত তিন বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন এবং বিএসএফ ১৭৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ শুকলা নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে বিএসএফ উপ-অধিনায়ক অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে বিজিবিকে আশ্বস্ত করেন। এরপর বিজিবি অধিনায়ক আটক বিএসএফ সদস্যকে তার ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদসহ আনুষ্ঠানিকভাবে বিএসএফের নিকট হস্তান্তর করেন।

বৈঠকে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বিএসএফকে জোরালো আহ্বান জানিয়ে বলেন, কোনো বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে সরাসরি গুলি না করে আটক করে যেন বিজিবির নিকট হস্তান্তর করা হয়। বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে একমত পোষণ করেন এবং সীমান্তে গুলিবর্ষণ না করার আশ্বাস দেন।

বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা বিওপি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পতাকা বৈঠক শেষ হয়েছে। বর্তমারে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা/নিয়াজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়