ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দহগ্রামে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৫, ২১ ডিসেম্বর ২০২৫
দহগ্রামে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেদ প্রকাশ নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোপোতা ডাংগারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আরো পড়ুন:

বিজিবি ও এলাকাবাসী জানান, ভারত ও বাংলাদেশে যৌথ একটি গরু পারাপারকারী দল দহগ্রাম আঙ্গোরপোতা ডাংগারপাড়া সীমান্তের ১/৭ নং পিলার এলাকায় জড়ো হয়। তাদের দেখে বিএসএফ-এর ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের  সদস্যরা তাড়া করে। ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে পথ ভুল করে বাংলাদেশের ১০০ গজ অভ্যান্তরে একটি বাড়িতে প্রবেশ করেন বিএসএফ সদস্য বেদ প্রকাশ। পরে বিজিবি আঙ্গোরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে এবং তার অস্ত্র ও গোলাবারুদ হেফাজতে নেয়। 

এ ঘটনায় বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায় বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা বিওপি ক্যাম্প। 

দহগ্রামের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, “দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ উস্কানীমূলক কর্মকাণ্ড করে। ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দিয়ে উস্কানীমূলকভাবে সেই বেড়ায় বড়বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিল।” 

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার জানান, বিএসএফের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে, বিস্তারিত আপনাদের পরে জানানো হবে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়