ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশীয় নির্বাচনে পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা বাড়ল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২১ ডিসেম্বর ২০২৫  
দেশীয় নির্বাচনে পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা বাড়ল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পর্যবেক্ষক সংস্থাগুলো আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।

রবিবার (২১ ডিসেম্বর) ইসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন:

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১(ক) ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়, সে বিষয়ে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল ২১ ডিসেম্বর। তবে, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

ইসি জানিয়েছে, কমিশনের অনুমোদন পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে। স্থানীয় পর্যবেক্ষকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে হবে।

পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং নির্ধারিত অঙ্গীকারনামার ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়