ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির হত্যাকারীর অবস্থান বিষয়ে নিশ্চিত তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২১ ডিসেম্বর ২০২৫  
হাদির হত্যাকারীর অবস্থান বিষয়ে নিশ্চিত তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি বলেছেন, ফয়সালের শেষ অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

অতিরিক্ত আইজিপি জানান, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে পালিয়েছে, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।

হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।এ স

ময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে, এমন আলামত পাওয়া যায়নি। শুরু থেকেই সব সংস্থা মাঠে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়