ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনা-৩

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি আনোয়ারুল ইসলাম 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২১ ডিসেম্বর ২০২৫  
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি আনোয়ারুল ইসলাম 

পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুরা- ফরিদপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম। 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

আরো পড়ুন:

চাটমোহর পৌর সদরের পাঠানপাড়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মুত্তালিব প্রামানিকের পরিচালনায় এ মতবিনিময় সভা হয়। 

কেএম আনোরুল ইসলাম বলেন, ‘‘আমি জনগণের প্রত্যক্ষ ভোটে দুইবার এমপি এবং দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এখন জনগণ চাইছে আমি নির্বাচনে অংশ নেই। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমি প্রার্থিতা ঘোষণা করেছি। আমার ৬০ বছরের রাজনৈতিক জীবনে সাধারণ জনগণ আমাকে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তারা বহিরাগত প্রার্থী চায় না। ভোট দেবার অনুকূল পরিবেশ থাকলে আমার জয় নিশ্চিত ইনশাআল্লাহ।’’

সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন প্রমুখ। 

এ ছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা। বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল ইসলামকে জয়যুক্ত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 

উল্লেখ্য, পাবনা-৩ আসনে বিএনপি কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় মনোনয়ন দেয়। এরপর থেকেই স্থানীয় প্রার্থীর দাবিতে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ করছিল। 

ঢাকা/শাহীন//

সর্বশেষ

পাঠকপ্রিয়