রাইজিংবিডির আট সংবাদকর্মীকে সংবর্ধনা
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
দেশের জনপ্রিয় ও নির্ভরযোগ্য নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের আট সংবাদকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাইজিংবিডির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজ নিজ ক্যাম্পাসে সেরা সাংবাদিকের পুরস্কার পাওয়ায় সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাইজিংবিডির প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিত সাতজন হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আহসান হাবীব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানিম তানভীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. লিখন ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শফিউল্লাহ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।
এছাড়া রাইজিংবিডির প্রধান প্রতিবেদক মোহাম্মদ নঈমুদ্দীন ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।
আট সংবাদকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রত্যেককে তাদের অর্জনের স্বীকৃতি খচিত ক্রেস্ট দেওয়া হয়।
রাইজিংবিডি ডটকমের বার্তা সম্পাদক রাসেল পারভেজের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।
আরো উপস্থিত ছিলেন রাইজিংবিডির প্রধান প্রতিবেদক মোহাম্মদ নঈমুদ্দীন, মফস্বল সম্পাদক রফিক মুয়াজ্জিন, শিফট ইনচার্জ সাইফ বরকতুল্লাহ ও তানজিনা ইভা, ক্রীড়া বিভাগের সহকারী বার্তা সম্পাদক আমিনুল ইসলাম, বিনোদন বিভাগের সহকারী বার্তা সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, ক্যাম্পাস ডেস্কের ইনচার্জ জান্নাতুল ফেরদৌস।
পুরো অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন রাইজিংবিডির রিপোর্টিং, সাবিং ও ডিজিটালের সর্বস্তরের সহকর্মীরা।
ক্যাম্পাস প্রতিনিধিরা রাইজিংবিডির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
তারা বলেন, এই প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতার অনেক জটিল বিষয় সম্পর্কে তারা জানতে পেরেছেন। নির্ভরযোগ্য খবর তৈরিতে কলাকৌশল সম্পর্কে ধারণা পেয়েছেন। সেই ধারাবাহিকতায় কাজ করে নিজ নিজ ক্যাম্পাসে তারা সেরা সাংবাদিকদের পুরস্কার অর্জন করেছেন। এই যাত্রা আরো সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংবর্ধিত ক্যাম্পাস প্রতিনিধিদের উদ্দেশে রবিউল মিলটন বলেন, “ক্যাম্পাসে ক্যাম্পাসে রাইজিংবিডির এই গৌরবোজ্জ্বল যাত্রায় সংবর্ধিত হওয়ায় প্রত্যেককে অভিনন্দন। নতুন বছরে এই যাত্রা আরো সমৃদ্ধ হোক। ব্র্যান্ড নিউজ পোর্টাল হিসেবে রাইজিংবিডি সব ক্যাম্পাসের শিক্ষার্থী ও শিক্ষকদের আস্থার মুখপাত্র হিসেবে কাজ করে যাবে। আর সেই কাজটি সফল করবেন আপনারা।”
নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, “নির্ভরযোগ্য খবরের ঠিকানা হয়ে উঠতে লেখার হাত পাকা করতে হবে, পড়তে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। ক্যাম্পাসে ক্যাম্পাসে পজিটিভ খবরের দিকে নজর দিতে হবে। আশা করি, রাইজিংবিডির ক্যাম্পাস প্রতিনিধিরা নিজেদের সমৃদ্ধ করার মাধ্যমে প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে।”
অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, “এই যাত্রা ছোট হলেও আমরা একে বড় অগ্রযাত্রার শুরু হিসেবে দেখছি। ক্যাম্পাস প্রতিনিধিদের কাছ থেকে যাচাই-বাছাই করা নিউজের এই ধারা অব্যাহত রাখতে তাদের পাশে থাকবে রাইজিংবিডি। বিশ্বস্ত সংবাদের ব্র্যান্ড হিসেবে রাইজিংবিডি অনন্য স্থান করে নেবে, এটাই প্রত্যাশা।”
বার্তা সম্পাদক রাসেল পারভেজ বলেন, “নিউ মিডিয়ার রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে রাইজিংবিডি এগিয়ে যাবে। সময়ের দাবি পূরণে গুজব এড়িয়ে সংবাদমাধ্যমের ডিজিটাল উপস্থিতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে ক্যাম্পাস প্রতিনিধিদের এখনই কাজে নেমে পড়তে হবে।”
ঢাকা/জান্নাত/রাজীব