ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৯, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:২৭, ২১ ডিসেম্বর ২০২৫
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৯, আহত ১০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বন্দুকধারীদের গুলিতে ৯ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুলিশ সন্দেহভাজনদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। খবর রয়টার্সের।

রবিবার (২১ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) এক বিবৃতিতে জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল এলাকার একটি লাইসেন্সপ্রাপ্ত পানশালায় স্থানীয় সময় রাত ১টার কিছু আগে হামলার ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

ওই বিবৃতিতে বলা হয়, “সাদা রঙের একটি মাইক্রোবাস ও রূপালি রঙের একটি সেডান গাড়িতে করে আসা প্রায় ১২ জন অজ্ঞাত হামলাকারী পানশালার উপস্থিত ব্যক্তিদের ওপর অতর্কিত গুলি চালায়। পালিয়ে যাওয়ার সময়ও তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। আহত ১০ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার সঠিক কারণ বা উদ্দেশ্য এখনও জানা যায়নি। তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য উদঘাটন করা হবে।

বেকারসডাল এলাকাটি ‘র‌্যান্ড ওয়েস্ট সিটি’ পৌরসভার অন্তর্ভুক্ত। স্বর্ণ খনির কাজ কমে যাওয়ায় এই অঞ্চলটি বর্তমানে তীব্র বেকারত্ব এবং দারিদ্র্যপীড়িত এলাকা হিসেবে পরিচিত।

আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকায় খুনের হার বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ থেকে ৭০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়