ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমরা ‘এরা অব মার্ডারে’ প্রবেশ করেছি, মত প্রকাশ তো অনেক দূরে: মাহফুজ আনাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৪, ২২ ডিসেম্বর ২০২৫
আমরা ‘এরা অব মার্ডারে’ প্রবেশ করেছি, মত প্রকাশ তো অনেক দূরে: মাহফুজ আনাম

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন।

দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, “সোস্যাল মিডিয়াতে একটা ভিডিওতে দেখা গেছে যে, হামলাকারীরা বলছে, ডেইলি স্টার এবং প্রথম আলোর সাংবাদিকদের ঘরে ঘরে গিয়ে হত্যা করতে হবে। এটা কাকতালীয় ঘটনা না। এটা মারডারাস।”

গত বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা কাকতালীয় নয় এটা ‘খুনের চেষ্টা’ বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।

আরো পড়ুন:

তিনি বলেন, “আগুনের পরবর্তীকালের কয়েকটা কথা আমি বলি। সোশ্যাল মিডিয়ার একটা ভিডিওতে দেখা গেছে যে, তারা [হামলাকারীরা] বলছে, ‘ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক, তাদের ঘরে-ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে।’ জানিনা আপনারা দেখেছেন কিনা। সো, এটা যে একটা কাকতালীয় ঘটনা ঘটেছে তা না। এটা মার্ডারাস (murderous)।”

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বিরোধী এক প্রতিবাদ সভায় মাহফুজ আনাম এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রথম দিকে আমি অতটা সচেতন ছিলাম না, আমার প্রায় ২৬-২৭ জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। এমন যদি হতো তারা (হামলাকরীরা) শুধু ডেইলি স্টারকে ঘৃণা করতো এবং বলতো যে এই সাংবাদিক তোদের সাথে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা। আমরা বিল্ডিংয়ে আগুন লাগাব। কিন্তু তারা সেই ২৬-২৭ জনকে ছাদে আটকে রেখেছিল এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে কাছে আসতে দেয়নি।”

তিনি বলেন, “এর অর্থ দাঁড়ায়, তারা শুধু ভবনে আগুন দিতে চায়নি, তারা ডেইলি স্টারের কর্মীদেরও হত্যা করতে চেয়েছিল।”

উপস্থিত সবার উদ্দেশ্যে মাহফুজ আনাম বলেন, “আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা থাকবেন।”

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়