ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় ট্রাক চাপায় বাংলাদেশি যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২২ ডিসেম্বর ২০২৫  
ভারতীয় ট্রাক চাপায় বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় কয়লা বোঝাই ট্রাক চাপায় সুলেমান মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুলেমান মিয়া চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, তাহিরপুরের চারাগাঁও বিওপির নিয়ন্ত্রিত কাস্টমস রোডে ১২ হাজার কেজি কয়লা ধারণক্ষমতা সম্পন্ন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সুলেমানকে চাপা দেয়। এতে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’’

চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক বলেন, ‘‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। খোঁজ নিয়ে জেনেছি, ভারতীয় কয়লা বোঝাই ট্রাক চাপায় এক বাংলাদেশি যুবক মারা গেছেন।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়