ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২২ ডিসেম্বর ২০২৫  
তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরো পড়ুন:

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে তিনি এখনো ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে,” বলেও তিনি জানান।

এদিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২০ ফ্লাইটে তিনি লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে ২৫ ডিসেম্বর বেলা ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে বিএনপি। তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুতি চলছে এবং তার থাকার জন্য নির্ধারিত বাসভবনও প্রস্তুত করা হয়েছে।

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়