ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের পরিস্থিতিতে বারবার পরিবর্তন হচ্ছে বিপিএল পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২২ ডিসেম্বর ২০২৫  
দেশের পরিস্থিতিতে বারবার পরিবর্তন হচ্ছে বিপিএল পরিকল্পনা

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় নানা ইভেন্ট বাতিল হচ্ছে। এরই মধ্যে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে পরিকল্পনা ছিল জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের। নিরাপত্তা শঙ্কায় পরে এরই মধ্যে তা বাতিল করা হয়েছে।

এরপর আবার সিদ্ধান্ত হয়, পুরোপুরি বাদ না দিয়ে ছোট পরিসরে হবে উদ্বোধনী আয়োজন। শুধু তাই নয়, এই আয়োজনের জন্য পরিবর্তন করা হয়েছে ম্যাচ সূচি। বিপিএল ঢাকা থেকে শুরু হবে না আগে থেকেই জানা। প্রথমবারের মতো হচ্ছে সিলেটে। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানালেন, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে বারবার পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে তাদেরকে।

আরো পড়ুন:

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে রংপুর রাইডার্স-বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘‘সবাই জানি যে, পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। ঘণ্টায় ঘণ্টায় পরিকল্পনা বদলাতে হচ্ছে আমাদের। ২৪ তারিখে যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, এখন ২৬ তারিখে ম্যাচের দিন ছোট করে করব। কারণ বাংলাদেশ দল তো (বিশ্বকাপ খেলতে) চলে যাচ্ছে জানুয়ারির শেষে। সুতরাং সূচিতে হাত দেওয়ার কোনো সুযোগই নাই। ২৬ তারিখেই আমরা ছোট করে অনুষ্ঠান করব। ওই দিন জানেন যে শুক্রবার, সুতরাং ২টা ১৫ তে শুরু করতে হচ্ছে, সেইজন্য খেলাটা তিনটার সময় করে দেওয়া হয়েছে।”

আগামী শুক্রবার সিলেটে উদ্বোধন হবে বিপিএলের। দিন-রাত মিলিয়ে আছে দুটি ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে ও দুই ম্যাচের মাঝের সময়টায় সেই উদ্বোধনী আয়োজন হবে। ছোট পরিসরের আয়োজনে কী কী থাকবে, তা জানালেন ইফতেখার রহমান, ‘‘এই ধরেন, এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং স্পোর্টস সেক্রেটারি উনারা ওপেন করবেন, সবার সাথে হ্যান্ডশেক করবেন এবং আমরা এক মিনিট নীরবতা পালন করব, সম্প্রতি যে ইয়েটা হয়েছে…. সেইজন্য এক মিনিট নীরবতা পালন করব। আর দুই ম্যাচের মাঝে আঞ্চলিক সব গান নিয়ে একটা অনুষ্ঠান হবে মাঠেই। মাঠেই মঞ্চ করে হবে।”

“প্রথম আয়োজনটি ১৫ মিনিটের মতো হবে। কারণ, আমাদের সময় নেই। অন্তত আধ ঘণ্টা দিতে হয় দলগুলিকে গা গরম করতে। আড়াইটার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুমার নামাজের পরে ২টা ১৫-তে শুরু করে ১৫ মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। পরে দুই খেলার মাঝখানে যে সময়টা আছে, সেখানে ৪৫ মিনিটের ওই ছোট অনুষ্ঠানটা করব।” – যোগ করেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়