বিপিএলে খেলতে ১০ ক্রিকেটারকে ছাড়পত্র দিল পাকিস্তান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে অংশ নিতে পাকিস্তানের মোট ১০ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত এ তালিকা অনুযায়ী নির্ধারিত শর্তে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।
একই সঙ্গে আলোচিত পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলির বিপিএল-সংশ্লিষ্ট সকল জটিলতাও দূর হয়েছে। এর আগে এক ধর্ষণ মামলায় অভিযোগ ওঠার পর পিসিবি তাকে সঙ্গে সঙ্গে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। তবে তদন্ত শেষে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় গত ২৫ সেপ্টেম্বর মামলা বন্ধ করে দেয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। মামলার নিষ্পত্তির পর পিসিবিও তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ফলে কোনো বাধা ছাড়াই তিনি এবার বিপিএলে খেলতে পারবেন।
হায়দারকে এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস ২৫ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে। এই টুর্নামেন্ট দিয়েই তিনি মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন।
এছাড়াও পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার এবার বিপিএলে খেলবেন। তারা হলেন- মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফায় ও মোহাম্মদ ইহসানুল্লাহ। তারা সবাই দল পেয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে।
পিসিবির অনুমতি পাওয়ায় এখন বিপিএলের দলগুলোও তাদের স্কোয়াড চূড়ান্ত করতে আরও স্বস্তি পাচ্ছে।
ঢাকা/আমিনুল