ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন দেব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:২৪, ২২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন দেব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর আক্রান্ত হয়েছে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী। আন্তর্জাতিক মিডিয়াতেও গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।

গত কয়েক দিন ধরে ভারতীয় গণমাধ্যমে পশ্চিমবঙ্গের তারকারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেতা চিরঞ্জিৎ প্রমুখ। এবার বিষয়টি নিয়ে নিজের ভাবনার কথা জানালেন টলিউড অভিনেতা, তৃণমূলের সংসদ সদস্য দেব। 

আরো পড়ুন:

ভারতীয় একটি গণমাধ্যমে দেব বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে। তা সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিষ্টধর্মের হোক না কেন! গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে। কারণ দেশকে বাঁচাতে হবে।”

দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে দেব বলেন, “মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখলে মনে হয়, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই, সবাই শান্তিতে থাকুন। সবাই ভালো থাকুন।”

খানিকটা ব্যাখ্যা করে দেব বলেন, “আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয় আগামী দিনে আরো খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরো ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভালো থাকি।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়