ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন দলের ঘোষণা দিলেন হুমায়ুন, নাম ‘জনতা উন্নয়ন পার্টি’

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২২ ডিসেম্বর ২০২৫  
নতুন দলের ঘোষণা দিলেন হুমায়ুন, নাম ‘জনতা উন্নয়ন পার্টি’

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভারতজুড়ে রীতিমতো শোরগোল ফেলে দেওয়া হুমায়ুন কবির সোমবার অবশেষে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। তার নতুন দলের নাম, ‘জনতা উন্নয়ন পার্টি’।

বাবরি মসজিদের মতো বিতর্কিত বিষয়ের সঙ্গে নিজেকে যুক্ত করায় মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ককে বহিষ্কার না করলেও দল থেকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এমন অবস্থায় অপমানিত হুমায়ুন সাসপেন্ড হওয়ার দিনেই নিজের দল গড়ার ঘোষণা দিয়েছিলেন।

আরো পড়ুন:

সোমবার পূর্ব নির্ধারিত দিনে সেই দলের ঘোষণা দেন হুমায়ূন। সমর্থকদের উদ্দেশ্যে জানিয়ে দেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। হুমায়ুন নিজে লড়াই করবেন রেজিনগর এবং বেলডাঙা- দুই কেন্দ্র থেকে। 

সোমবার ভারতীয় সময় বেলা ১১ টার সময় মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে বিশাল জনসভা করে নতুন দলের ঘোষণা দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। হলুদ, সবুজ এবং সাদা সম্মিলিত পতাকা উন্মোচন করেছেন, ইস্তেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে একই সঙ্গে দলের প্রার্থীদেরও নাম ঘোষণা করে দিয়েছেন তিনি।

জনতা উন্নয়ন পার্টির প্রতীক কী, তা এখনও খোলাসা করেননি হুমায়ুন। তবে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না-করলে বিকল্প হিসাবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। সেক্ষেত্রে দলের প্রতীক হতে পারে দলীয় তিন রঙের পতাকা। 

মঞ্চ থেকে হুমায়ুন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়লাভ তার লক্ষ্য। তার দাবি, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, তারা কেউই বাবরি মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের ‘কিংমেকার’ হতে অন্তত ৯০টি আসনে জিততে হবে। এ দল হবে আপনাদের দল।”

তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে হুমায়ুনের দাবি, বাম-কংগ্রেসকে জোট করে লড়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন তিনি। তার কথায়, “মুর্শিদাবাদের মোট ২২টি আসনের মধ্যে, তার দল ৯টি আসনে লড়বে। অধীর চৌধুরীর কংগ্রেসকে ছাড়া হবে ৯টি আসন। সিপিএম-কে তিনটি আসন এবং নওশাদের দলের জন্য একটি আসন ছাড়া তবে। এতে মুর্শিদাবাদ থেকে একটি আসন না পেয়েও তৃণমূল শূন্য হবে।”

যদিও হুমায়ুন চাইলেও বিরোধীরা হুমায়ুনের সঙ্গে জোটের বিষয়ে কোনো রকম আগ্রহ দেখায়নি। অতীতেও হুমায়ুনকে তার বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল সাসপেন্ড করেছিল। সেসময় বিজেপিতে যোগদান করেন হুমায়ুন। কিছুদিন বিজেপিতে থেকে আবারও ফেরেন তৃণমূল কংগ্রেসে। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট টার্গেট করে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ বা আইএসএফ। সেই দল থেকে বিধায়কও নির্বাচিত হন নওসাদ। সেই নজির সামনে রেখেই অনেকে মনে করছেন, ২০২৬-র আগে হুমায়ুন কবীরের দল রাজনীতির ময়দানে নতুন অঙ্ক কষতে পারে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়