ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

খুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২২ ডিসেম্বর ২০২৫  
খুবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ২৫ ব্যাচের শিক্ষার্থী মারজান রহমান ইন্তেকাল করেছেন। শিক্ষার্থী আইডি নং ২২১৬২৫। আজ সোমবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার পিতার নাম মো: মজিবুর রহমান জমাদ্দার।

গত ২৬ অক্টোবর তার মায়ের সাথে ডাক্তার দেখাতে যাওয়ার সময় রিক্সায় ওড়না প্যাচায়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তার কয়েকজন সহপাঠী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করায়। সিটি মেডিকেলে ভর্তি থাকে ১২ নভেম্বর পর্যন্ত। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ৪/৫ দিন চিকিৎসা জন্য নেওয়া হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হলে বাসায় আনা হয়।

আরো পড়ুন:

ডিসেম্বরের ২ তারিখে আবার অসুস্থ হলে খুলনা মেডিকেলে (২৫০ বেডে) ভর্তি করা হয়। আজ সকালে অবস্থার অবনতি হয়ে মৃত্যু ঘটে।

তার এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. আব্দুল্লাহ আবুসাইদ খান বলেন, “মারজান আমাদের অনেক প্রিয় ছাত্রী ছিলো। আমরা তার এমন অকাল মৃত্যুর সংবাদে অনেক ব্যথিত হয়েছি। আমরা তার আত্মার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

মারজানের সহপাঠী, নওশীন ইসলাম আনিশা বলেন, “মারজান রহমান, সোশিওলোজি ২৫তম ব্যাচের একজন শিক্ষার্থী ছিল। সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলো পাশাপাশি, খুবই ভালো মনের এবং মিশুক মেয়ে ছিল। আমাদের খুব ভালো একজন বন্ধু ছিলো। তার এমন আকস্মিক মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ যেন তাকে জান্নাত নসিব করেন। আমীন।”

আরো একজন সহপাঠী খালিদ হোসেন শাওন বলেন, “আমাদের সোশিওলজি ২৫তম ব্যাচের সহপাঠী মারজান রহমানকে হারিয়ে আমরা গভীরভাবে শোকহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমরা মহান আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং আমাদের সকলকে এই শোক সহ্য করার শক্তি দান করুক। আমিন।”

ঢাকা/হাসিবুল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়