হাদি হত্যার বিচারের আগে নির্বাচন নয়: ইনকিলাব মঞ্চ
সোমবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের
জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে নির্বাচনের আগে বিচার করতে হবে, এর আগে কোনো নির্বাচন নয়।”
তিনি বলেন, “ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন এটা হবে না। নির্বাচনে আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না।”
জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, “এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। সেজন্য ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে রাষ্ট্রকে।”
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জাবের বলেন, “আপনি বলেছেন, আপনি শরিফ ওসমান হাদিকে ধারণ করেন। কিন্তু একবারের জন্যও জানাজার ময়দানে আপনি বলেননি, এই খুনের বিচারের ব্যাপারে আপনি কী করবেন। এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এর বিচারের জন্য আপনি কী কী পদক্ষেপ নেবেন সেটা আপনার মুখ থেকে শুনতে পারিনি। আপনার যে অসহায়ত্ব আমরা সেটা দেখতে পেয়েছি। সেটা কীসের জন্য আমরা তা জানতে চাই। আপনাকে কে অসহায় করে তুলল সেটা জানতে চাই।”
তিনি বলেন, “বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়ে যাবে সেটা শেষ। এখন থেকে রক্ত দেব না। যারা আমার ভাইকে হত্যা করছে, তাদের বের করার দায়িত্ব পালন করতে না পারলে বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। রক্তপাত একবার শুরু হয়ে গেলে আপনারা কিন্তু সেটা থামাতে পারবেন না। আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, ওসমান হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করেন।”
ঢাকা/রায়হান/ইভা