ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:০৭, ২২ ডিসেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ১৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তাগামী একটি বাস মহাসড়কের ইন্টারচেঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড় ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রতিবন্ধকতায় সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। বাকিদের উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ-পূর্ব এশীয়ার এই দেশটিতে পরিবহন দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে পুরোনো যানবাহনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং নিয়মিত সড়কের নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘন করা হয়।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়