ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে মনোনয়নপত্র নিলেন ৪ প্রার্থী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২২ ডিসেম্বর ২০২৫  
মুন্সীগঞ্জে মনোনয়নপত্র নিলেন ৪ প্রার্থী 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন, কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ কামাল হোসেন এবং খেলাফত মজলিসের আব্বাস কাজী মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছেলে ইফতেখারুল আলম রিপনের সমর্থকরা। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে তারা মনোয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে স্বল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে যান প্রার্থী ও তাদের সমর্থকরা।

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়