ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির রফিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২২ ডিসেম্বর ২০২৫  
ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির রফিকুল ইসলাম

ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয় থেকে রবিবার মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। রফিকুল ইসলাম জামাল এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

আরো পড়ুন:

রফিকুল ইসলাম জামাল বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে অপেক্ষা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সবাই ঐক্যবদ্ধ আছেন।”

এসময় উপস্থিত ছিলেন- রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জহিরুল হক সোহেল, এনামুল হক সাজু, রুবেল ফকির, অ্যাডভোকেট ফয়সাল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলনেতা শামীম মৃধা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাহেদ রানা ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম নবীনসহ ঝালকাঠি জেলা রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

ঢাকা/অলোক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়