ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুর-৪: ঝালমুড়ি বানিয়ে ভোটারদের খাওয়ালেন এমপি প্রার্থী 

তামিম ইসলাম, ফরিদপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৩১, ২২ ডিসেম্বর ২০২৫
ফরিদপুর-৪: ঝালমুড়ি বানিয়ে ভোটারদের খাওয়ালেন এমপি প্রার্থী 

নিজ হাতে ঝালমুড়ি মাখিয়ে ভোটারদের খাওয়ান ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

নির্বাচনী প্রচারণার চিরাচরিত ধারার বাইরে গিয়ে এক ভিন্নধর্মী আমেজ তৈরি করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। রবিবার (২১ ডিসেম্বর) চরভদ্রাসন উপজেলার আমলের ব্রিজ এলাকায় প্রচারণা চালানোর সময় নিজ হাতে ঝালমুড়ি তৈরি করে ভোটার ও সাধারণ মানুষকে খাওয়ালেন তিনি।

একজন সম্ভাব্য জনপ্রতিনিধির এমন সাদামাটা ও আন্তরিক আচরণে মুগ্ধ স্থানীয় মানুষ। মুজাহিদ বেগের ঝালমুড়ি মাখার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে আমলের ব্রিজ এলাকায় লিফলেট বিতরণ করছিলেন মুজাহিদ বেগ। প্রচারণার এক পর্যায়ে বিরতি নিতে তিনি স্থানীয় ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’ নামে একটি নির্মাণ সামগ্রীর দোকানে বসেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই ঝালমুড়ি তৈরির উদ্যোগ নেন। বড় এক গামলায় নিজ হাতে মুড়ি মেখে উপস্থিত ভোটার ও সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেন এই প্রার্থী।

দোকানের মালিক মো. কামরুল হাসান নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “ঝালমুড়ি আমাদের খুব প্রিয় একটি খাবার। আমাদের আসনের একজন প্রার্থী নিজে মুড়ি মেখে আমাদের খাওয়াবেন, এটা কখনো ভাবিনি। এর আগে কোনো প্রার্থীকে এভাবে আমাদের সঙ্গে মিশতে দেখিনি। আমার দোকানে বসে তিনি এই কাজ করায় আমি ও আমার এলাকার মানুষ অনেক আনন্দিত।”

স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ বলেন, “তফসিল ঘোষণার পর থেকে আমি আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। চরভদ্রাসনে আমার জন্ম, এখানকার মানুষ আমার আপনজন। লিফলেট বিতরণের সময় ক্লান্ত হয়ে আমলের ব্রিজ এলাকার একটি দোকানে একটু বসেছিলাম। তখন প্রিয় মানুষগুলো পাশে আসায় স্বতঃস্ফূর্তভাবেই ঝালমুড়ি মাখানোর বিষয়টি ঘটে। এটি কোনো পূর্বপরিকল্পিত প্রচারণা ছিল না।”

তিনি যোগ করেন, “জনপ্রতিনিধি হতে হলে আগে মানুষের মনের কাছাকাছি যেতে হবে। আমি বিজয়ী হই বা না হই, সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

ফরিদপুর-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন  শহীদুল ইসলাম বাবুল। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সরোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখান থেকে নির্বাচন করবেন স্থপতি মুজাহিদ বেগ ও মুফতি রায়হান জামিল।

ঢাকা/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়