ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:১৬, ২২ ডিসেম্বর ২০২৫
ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

শ্রীনন্দা শঙ্কর

ভেঙে গেল ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের সংসার। রবিবার (২১ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ১৬ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী। 

শ্রীনন্দা শঙ্কর বলেন, “আমি এবং গেভ আইনিভাবে আলাদা হয়ে গিয়েছি। অনেকেই হয়তো বিষয়টি আগেই টের পেয়েছিলেন। কিন্তু এখন সময় এসেছে বিষয়টা জনসমক্ষে আনার। তবে ঘোষণা করা আগে আমাদের কিছুটা সময় প্রয়োজন ছিল।” 

আরো পড়ুন:

কৃতজ্ঞতা জানিয়েছে শ্রীনন্দা শঙ্কর বলেন, “জীবন তার চলার পথে কখনো অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। আমাদের সেটা মেনে নেওয়া উচিত, বোঝা উচিত। শান্তি বজায় রেখে চলা উচিত। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।” 

স্বামীর সঙ্গে শ্রীনন্দা


যৌথভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীনন্দা ও গেভ। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমরা দুজন যৌথভাবে, ঠান্ডা মাথায় ভেবে-চিনতে সিদ্ধান্ত নিয়েছি।”  

২০০৯ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা। বাঙালি এবং পার্সি দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তারপর কেটে গেছে ১৬ বছর। কী কারণে তাদের সংসার ভেঙেছে সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।  

এ বিষয়ে কাউকে যোগাযোগ করতে বারণ করেছেন শ্রীনন্দা। এ অভিনেত্রীর ভাষায়—“আমরা জানি এই নিয়ে নানা মত, কমেন্ট্রি, লেখা হবে। কিন্তু এই বিষয়ে আমাদের কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে কোনো সাড়া পাবেন না। আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন। আমাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা থেকে বিরত থাকুন।”  

শ্রীনন্দা


সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রীনন্দা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে সংসার, কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। হঠাৎই দুঃসংবাদ দিলেন অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়