ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহত জিৎ, শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:৪৪, ১৭ ডিসেম্বর ২০২৫
আহত জিৎ, শুটিং বন্ধ

জিৎ

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জিৎ। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে।  

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত পরশু দিন ঘটনাটি ঘটেছে। চলতি সপ্তাহের পুরো সময়ে শুটিং হওয়ার কথা ছিল। তবে ডেট পিছিয়ে দেওয়া হতে পারে। তবে কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কবে থেকে আবার শুটিং শুরু হবে, সে বিষয়েও কোনো জবাব দিতে পারেননি পরিচালক পথিকৃৎ বসু। জানা গেছে, জিতের হাতে লাগা আঘাত খুব একটা গুরুতর নয়।  

আরো পড়ুন:

বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রাগার লুটের অন্যতম নায়ক, ভারতীয় কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ অনন্ত সিং। ১৯০৩ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্কুলে পড়ার সময়ে মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে আসেন। অল্প সময়ের মধ্যে সূর্য সেনের একজন ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন হয়ে ওঠেন অনন্ত। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমা তারই বায়োপিক। এতে অনন্ত সিং চরিত্রে অভিনয় করছেন জিত্‍। 

বিপ্লবী অনন্ত সিং হয়ে উঠতে ওজন ঝরানোর পাশাপাশি লাঠিখেলা শিখেছেন জিৎ। মার্শাল আর্টেরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। তাছাড়া উচ্চারণ থেকে হাঁটাচলা—সবকিছুতেই পরিবর্তন এনেছেন জিৎ। তারকাবহুল এ সিনেমায়  বিশেষ একটি নাচের দৃশ্যে দেখা যাবে মিমি চক্রবর্তীকে! সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়