ক্যাম্পাসে বহিরাগত আনার অভিযোগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ক্যাম্পাসে বহিরাগত আনার অভিযোগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় তারা 'লাল সন্ত্রাসের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'আদু ভাইরা অবরোধ করে, প্রশাসন কি করে', 'চাঁদাবাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে', এই মুহুর্তে দরকার, নিরাপদ ক্যাম্পাস’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় চবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “ছাত্রদল-বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে হামলা করে যাবে, আর এসি রুমে বসে আপনারা মনিটরিং করবেন, এদিকে শিক্ষার্থীরা হামলার শিকার হবে, এমনটা মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যদি এভাবে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর চোখ রাঙানোর চেষ্টা করে, তাহলে চবি শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এর দাঁতভাঙ্গা জবাব দেবে।”
নিরাপত্তা দপ্তরের প্রতি অভিযোগ করে তিনি বলেন, “তারা বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাসে ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই নিরাপত্তা দপ্তর দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেওয়া যাবে না। এখানে এমন লোক আসুক, যারা বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সক্ষম।”
শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, “গত সোমবার (১৫ ডিসেম্বর) আন্দোলন চলছিল। আমরা দেখেছি, সন্ধ্যার পর হাট হাজারী থেকে স্থানীয় বিএনপি-ছাত্রদলের ২০০ থেকে ৩০০ জনের একটি বহর মূল গেইট অবরোধ করে ‘ধর ধর শিবির ধর, জবাই কর’ স্লোগান দেয়।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আন্দোলনে বাইরের বহিরাগতরা এসে অবরোধ করার চেষ্টা করল। তারই প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমাদের আজকের আন্দোলন।”
ঢাকা/মিজানুর/জান্নাত