ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত ৪ ককটেল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩০, ১৭ ডিসেম্বর ২০২৫
গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত ৪ ককটেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেল-সদৃশ ৪টি বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী। থানায় খবর দিলে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে র‍্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে নিয়ে যান।

আরো পড়ুন:

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘‘উদ্ধার করা ৪টি বস্তু ককটেল। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ ইতোমধ্যে এলাকায় টহল জোরদার করেছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়