ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৬, ১৭ ডিসেম্বর ২০২৫
রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’

ইউরোপ থেকে এলো বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আশাব্যঞ্জক খবর। নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) তাদের ৫৫তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ প্রতিদ্বন্দ্বিতা করবে সিনেমাটি। 

এই উৎসব নতুন নির্মাতাদের আন্তর্জাতিক পরিচিতির বড় মঞ্চ হিসেবে পরিচিত। আর্টহাউজ ও মূলধারার সিনেমার সংযোগস্থল হিসেবে বিবেচিত ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ নির্বাচিত সিনেমাগুলো বড় পর্দার জন্য নির্মিত হয়। এই বিভাগে বিজয়ী চলচ্চিত্র পুরস্কার হিসেবে পাবে ৩০ হাজার ইউরো এবং নেদারল্যান্ডসের প্রেক্ষাগৃহে মুক্তির সহযোগিতা করা হবে। 

আরো পড়ুন:

‘নোনাজলের কাব্য’খ্যাত নির্মাতা সুমিতের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাস্টার’-এর গল্প আবর্তিত হয়েছে জহির নামের এক আদর্শবান শিক্ষককে ঘিরে। পরিস্থিতির চাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতা, জনআকাঙ্ক্ষা ও বিবেকের দ্বন্দ্বে তার জীবনে শুরু হয় নানামুখী টানাপড়েন। 

১২২ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া অভিনয়ে রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলম। 

সিনেমাটি সম্পাদনা করেছেন অস্কার মনোনীত সিনেমা জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া-এর সম্পাদক ক্রিস্টান স্প্রাগ। সংগীত পরিচালনা করেছেন লস এঞ্জেলেসপ্রবাসী কম্পোজার হাও টিং শি। কালার গ্রেডিং ও সাউন্ডের কাজ হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ও বুসানের বিশ্বমানের স্টুডিওতে। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেছে মাইপিক্সেলস্টোরি। 

রটারড্যামের মতো আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত একটি সিনেমার এই স্বীকৃতি নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের বিশ্বযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়