গোপালগঞ্জ ‘বিদ্রোহী প্রার্থী’ হলেন বিএনপির মঞ্জু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু। গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে লড়তে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এম এইচ খান মঞ্জুর পক্ষে ফরম সংগ্রহ করেন তার সমর্থক আজম খান। এ সময় এম এইচ খান মঞ্জুর অন্য কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন এম এইচ খান মঞ্জু। কিন্তু, বিএনপি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. কে এম বাবরকে মনোনয়ন দেয়। মনোনয়নবঞ্চিত হওয়ার পর বেশকিছু দিন ধরে গুঞ্জন চলছিল যে, এম এইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হবেন। বুধবার তার মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে সে গুঞ্জন সত্যি হলো। শেষ পর্যন্ত এম এইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলে বিএনপির ভোটের মাঠে প্রভাব পড়বে।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসন থেকে মো. আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জেলা কমিটির আমির এম এম রেজাউল করীম গোপালগঞ্জ-৩ আসনে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-২ আসনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন আছে। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও গণঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।
ঢাকা/বাদল/রফিক