ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:২০, ১৭ ডিসেম্বর ২০২৫
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন।

এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ চিল ২৪ ডিসেম্বর। ওই মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে এই বর্ধিতকরণের বিজ্ঞপ্তি জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব বিমান এবং ভারতীয় সামরিক ফ্লাইটসহ ভারতীয় নিবন্ধিত বিমানের জন্য বন্ধ থাকবে। নোটাম অনুসারে, ইতিমধ্যেই কার্যকর এই নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময় অনুসারে, ২৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।”

এপ্রিলের শেষের দিকে অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান একে অপরের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই হামলায় সমর্থন করেছে। পাকিস্তান পহেলগামে হামলায় জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছে। মে মাসের শুরুতে, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে লিপ্ত হয়েছিল। পাকিস্তান জানিয়েছে, তারা সংঘর্ষের সময় সাতটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়