ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৭ ডিসেম্বর ২০২৫  
রাজধানীতে প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ছবি সংগৃহীত

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে ওই প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে লালবাগ ফায়ার স্টেশনকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে পৌঁছানোর পর লালবাগ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আগুনের ভয়াবহতা দেখে কন্ট্রোল রুমের কাছে আরো সাহায্য চান। এর প্রেক্ষিতে পলাশী, হাজারীবাগ, সিদ্দিকবাজার, সদরঘাট ও সদরঘাট নদী ফায়ার স্টেশন থেকে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আগুন নেভাতে সময় লাগার কারণ জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন,“গোডাউনটিতে প্রবেশের পথ অনেক সরু। মানুষও ঠিকমতো হেঁটে যেতে পারে না। সবমিলিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবিলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।এছাড়া বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী, ভবনটিতে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। একতলা ইট দিয়ে করার পর উপরে টিন দিয়ে চারতলা করা হয়েছে।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “আগুন পুরোপুরি নেভাতে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। অগ্নি নির্বাপণের পর অনুসন্ধানের প্রেক্ষিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের অনুসন্ধান টিম কাজ করবে। অনুসন্ধান শেষে হতাহতের তথ্য থাকলে পরবর্তীতে জানানো হবে।”

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়