শ্রদ্ধা, শপথ ও সাংস্কৃতিক আয়োজনে ক্যাম্পাসজুড়ে বিজয়ের উৎসব
ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয় থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোরে উপাচার্য ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, আবাসিক হলগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনী, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা এবং মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট, হল প্রশাসন, শিক্ষক ও কর্মচারী সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়। এ ছাড়া শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “১৬ ডিসেম্বর বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।” শিক্ষার্থীরাও মুক্তিযুদ্ধের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যশোর শহরের মণিহার বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মিনি ম্যারাথন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিশেষ দোয়া ও মোনাজাত। একই সঙ্গে ঝিনাইদহ ক্যাম্পাসে পৃথক কর্মসূচির আয়োজন করা হয় এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া যবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকেও বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা এবং ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোই হোক বিজয় দিবসের অঙ্গীকার।” তিনি শিক্ষা ও গবেষণায় নোবিপ্রবির অগ্রযাত্রা এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও তুলে ধরেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “মুক্তিযুদ্ধ কোনো একক গোষ্ঠীর নয়, এটি পুরো জাতির সম্পদ; দেশপ্রেম ও ঐক্যের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। এ ছাড়া প্রীতি ফুটবল ম্যাচ, ভলিবল খেলা, নৈশভোজ ও আলোকসজ্জার আয়োজন করা হয়।”
মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে উপাচার্য বলেন, “মহান মুক্তিযুদ্ধের অর্জিত বিজয় জাতির শ্রেষ্ঠ অর্জন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।” এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ক্যাম্পাস প্রতিনিধিরা]
ঢাকা/সৌরভ/ফাহিম/ইমদাদুল/শফিউল্লাহ/লিমন/জান্নাত