ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৮, ১৭ ডিসেম্বর ২০২৫
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও নেপালের পর বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়েছে।

আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২২৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১৮৬ রানে। দারুণ জয়ে অপরাজিত থেকে সেমিফাইনাল গেল বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আরেক সেমিফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল হবে ১৯ ডিসেম্বর।

আরো পড়ুন:

জয় পেলেও বাংলাদেশের ব্যাটিং এদিন ভালো হয়নি। ব্যাটিংয়ের শুরু ও শেষের চিত্র ছিল একেবারেই ভিন্ন। ওপেনিং জুটিতে ৮৪ রান করেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১২.৩ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে এই রান জমা করে বাংলাদেশ। মনে হচ্ছিল আগের দুই ম্যাচের মতো এদিনও বড় পুঁজি পাবে বাংলাদেশ। কিন্তু হুট করেই ছন্দ হারানোয় ২২৫ রানে গুটিয়ে যায়।

ওপেনার জাওয়াদ ১ রানের জন্য ফিফটি মিস করেন। ৩৬ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৯ রান করেন। রিফাত বেগ ৪৮ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩৬ রান। তিনে নামা আজিজুল হাকিম দলের চাহিদা পূরণ করতে পারেননি। ৬০ বলে ১টি করে চার ও ছক্কায় করেন ৩২ রান। শেষ দিকে ফরিদ হাসান ৪০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৯ রান করেন। ৫৬ রানে বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায়।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে কাভিজা গামাগে ৩৮ রানে নেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিংও তেমন ভালো হয়নি। বাংলাদেশের পেসার ও স্পিনারদের সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে। উইকেটে থিতু হওয়ার পর দিমান্থা মাহাভিতানা ১৩ ও ভিরান চামুভিথা ১২ রান করেন। তিন ও চারে নামা কিথমা উইথনাপাথিরান ও কাভিজা গামাগে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। পাঁচে নামা ভিমাথ দিনসারা ১৭ রানে ফেরেন।

৮০ রানে ৫ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা কিছুটা লড়াই পায় চামিকা হেনাথিলার ব্যাটে। ৪১ রান আসে তার ব্যাট থেকে। এরপর শেষ দিকে ৩৯ রান করেন আধাম হিমলি। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

বল হাতে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন সাইমুন বসির।

ঢাকা/ইয়াসিন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়