ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষমতা ধরে রাখার মানসিকতাই দেশকে পিছিয়ে নিয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৭, ১৭ ডিসেম্বর ২০২৫
ক্ষমতা ধরে রাখার মানসিকতাই দেশকে পিছিয়ে নিয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ উপলক্ষ্যে আরবি বিভাগের আয়োজিত আলোচনা সভায় “কয়েকদিন পর আমরা বিদায় হয়ে যাব। ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এদেশকে পিছিয়ে নিয়ে গেছে। একবার চেয়ারে বসতে পারলে চেয়ার ছাড়তে চায় না। আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি,” এমন বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় তিনি আরো বলেন, “ইতোমধ্যে আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর আগে সব জিনিস পাঠিয়ে দেব। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখ বোধ নেই। যত দিন আল্লাহ তায়ালা সুযোগ দিয়েছেন, কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।”

আরো পড়ুন:

১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ্যে দুই দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়েরে আরবি বিভাগ। আজকে প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

ঢাকা/ মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়