ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৩, ১৭ ডিসেম্বর ২০২৫
সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক

সুদানের কর্ডোফান অঞ্চলে ড্রোন হামলায় কমপক্ষে ১০৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে। প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীগুলির মধ্যে লড়াই তৃতীয় বছরেও নতুন উচ্চতায় পৌঁছেছে। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ডিসেম্বরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর বাবনুসায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি দখল করেছে। এরপর থেকে এই হামলাগুলি কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এই হামলার ফলে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। কলেরা ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে ইতিমধ্যেই চাপে থাকা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চাপ পড়েছে। কারণ মূল লড়াই পশ্চিমের দারফুর থেকে কর্ডোফানের বিশাল কেন্দ্রীয় অঞ্চলে স্থানান্তরিত হয়েছে।

দক্ষিণ কর্ডোফানের কালোগিতে একটি কিন্ডারগার্টেন এবং একটি হাসপাতাল থেকে সবচেয়ে মারাত্মক হামলার খবর পাওয়া গেছে। সেখানে ৪৩ জন শিশু এবং আট নারীসহ ৮৯ জন নিহত হয়েছেন। 

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, তিনি ‘শত্রুর তীব্রতা বৃদ্ধিতে উদ্বিগ্ন’। তিনি সতর্ক করে দিয়ে জানিয়েছেন, চিকিৎসা সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে।

১৪ ডিসেম্বর ডিলিং সামরিক হাসপাতাল আক্রমণের মুখে পড়ে। সুদান ডক্টরস নেটওয়ার্ক নয়জন নিহত এবং ১৭ জন আহত হওয়ার খবর দিয়েছে।

সরকার সমর্থিত সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়