ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজয় দিবসের সকালে স্কুলে গিয়ে শিক্ষকরা দেখেন চুরি গেছে ৬ ফ্যান

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৮, ১৭ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসের সকালে স্কুলে গিয়ে শিক্ষকরা দেখেন চুরি গেছে ৬ ফ্যান

গাজীপুরের শ্রীপুরের বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়টি ফ্যান চুরি করেছে চোরচক্র।

বিজয় দিবসের নির্ধারিত আনুষ্ঠানিকতার জন্য ছুটির দিনেও স্কুলে যান গাজীপুরের শ্রীপুরের এবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা গিয়ে দেখতে পান, কলাপসিবল গেটের তালা ভাঙা এবং ভেতরের কক্ষগুলো তছনছ। বিদ্যালয়ের দ্বিতীয় তলা ও চতুর্থ শ্রেণির স্টোররুমে থাকা ছয়টি সিলিং ফ্যান চুরি গেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার বেলতলী গ্রামে অবস্থিত বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকরা ঘটনাটি জানতে পারেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

বিদ্যালয় সূত্রে জানা যায়, শীতকালীন অবকাশ উপলক্ষে গত ১০ ডিসেম্বর থেকে বিদ্যালয়টি বন্ধ ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে চোরচক্র বিদ্যালয়ের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা কলাপসিবল গেটের তালা ভেঙে ফ্যান চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান জানান, চুরি হওয়া ফ্যানগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা। চুরির বিষয়টি জানার পরপরই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পিটিএ কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে। শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়