ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে আগুন

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২২ জানুয়ারি ২০২৬  
ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে আগুন

ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে বুধবার সন্ধ্যায় বেঞ্চ সংস্কারের জন্য রাখা কাঠে আগুন লাগে।

ফেনীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বেঞ্চ সংস্কারের জন্য রাখা কাঠে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। 

আরো পড়ুন:

পুলিশের ধারণা, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যান। আগুনে সংস্কারের জন্য রাখা কিছু কাঠ পুড়ে গেছে। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচ তলায় সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। ভবনটিতে সংস্কার কাজ চলমান ছিল। সেখানে রাখা কিছু কাঠ পুড়ে গেছে।” 

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিদ্যালয়ের বারান্দায় শ্রেণিকক্ষের বেঞ্চ তৈরির কাজ চলছিল। সেখানে কাঠের তুষ ও কুড়া রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়