ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমকামী বিয়ে নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৫ ডিসেম্বর ২০২৫  
সমকামী বিয়ে নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিনেত্রী

সুচন্দ্রা ব্যানার্জি

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি। এর আগে সমকামী সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার গুঞ্জন উড়ছে, আরেক নায়িকাকে বিয়ে করেছেন সুচন্দ্রা।  

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, টলিপাড়ায় ফিসফাস চলছে—সমকামী বিয়ে সেরেছেন সুচন্দ্রা। অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে সাতপাকে ঘুরেছেন তিনি। বিয়েতে উপস্থিত ছিলেন টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুরা। তবে বিয়ে নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আনতে চান না সুচন্দ্রা। 

আরো পড়ুন:

এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যম সুচন্দ্রার সঙ্গে যোগাযোগ করলে এই অভিনেত্রী বলেন, “অকারণ গুঞ্জনে নেই। এ বিষয়ে কোনো কথা বলব না।”  

সমকামী বিয়ে নিয়ে টলিপাড়ায় যখন জোরালো চর্চা চলছে, তখন সুচন্দ্রা কেন এতটা লুকোছাপা করছেন? সুচন্দ্রা সরাসরি এই গুঞ্জনকে উড়িয়ে দিতে পারতেন। কিন্তু তা করেননি। এসব সমীকরণ মেলাতে ভুল করছেন না নেটিজেনরা।  

অভিনয়ের পাশাপাশি পাহাড়ে একটি হোমস্টে চালান সুচন্দ্রা। সময় পেলেই সেখানে ছুটে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় রিয়ার সঙ্গে সুচন্দ্রার কোনো ছবি নেই। তবে ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন তারা। সুচন্দ্রার সঙ্গে সমকামী বিয়ে নিয়ে রটনা ছড়ালেও এখনো মুখ খোলেননি অভিনেত্রী রিয়া। 

সুচন্দ্রার সমকামী সম্পর্ক নিয়ে আলোচনা এবারই নতুন নয়। ১০ বছর আগে টলিউড অভিনেত্রী দিশা গাঙ্গুলির আত্মহত্যার ঘটনায় সবাই নড়েচড়ে বসেছিল। তখন দিশার সঙ্গে সুচন্দ্রার বিশেষ বন্ধুত্ব নিয়ে আলোচনা মাথাচাড়া দিয়েছিল। দিশার মৃত্যুর পর সুচন্দ্রাও আত্মত্যার চেষ্টা করেছিলেন।  

‘তুমি আসবে বলে’ টিভি সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে গিয়ে দিশা-সুচন্দ্রার সম্পর্ক গভীর হয়। তবে দিশা আগে থেকেই অন্য এক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনের বিয়েও ঠিক হয়েছিল। এই সম্পর্কের টানাপড়েনের কারণে আত্মহত্যা করেছিলেন বলে গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। তারপর থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন সুচন্দ্রা। তারপর খানিকটা সময় পর ধীরে ধীরে ফের অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়