খেজুরের কাঁচা রস পানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বগুড়ার শেরপুরে খেজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, গত রাত ১০টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মাহিন উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে ও তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের দাদা এম রহমান মজনু অভিযোগ করেন, রবিবার সকালে নিজ বাড়িতে খেজুরের কাঁচা রস পান করার কিছুক্ষণ পর মাহিন অসুস্থ হয়ে পড়ে। এরপর দুইবার বমি করে। দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর নিলে রাত ১০টার দিকে মাহিন মারা যায়।
শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। এ সময় সবাইকে খেজুরের কাঁচা রস পানে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকা/এনাম/রাজীব