ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোশাক রপ্তানি ইইউতে কমলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৮, ১৪ ডিসেম্বর ২০২৫
পোশাক রপ্তানি ইইউতে কমলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে

চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কমলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে। পোশাক রপ্তানির পরিস্থিতি নিয়ে প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন বাজারে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১৬.১৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১৬.১১ বিলিয়ন মার্কিন ডলার। বছরের ব্যবধানে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ০.০৯ শতাংশ।

এর মধ্যে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি হয়েছে ৭.৮৩ বিলিয়ন মার্কিন ডলারের। আগের বছর একই সময়ে রপ্তানি হয়েছে ৭.৯১ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক। সে হিসেবে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমেছে ১.০৩ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে ১.৮৪ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ে পোশাক রপ্তানি করে আয় হয়েছে ১.৭৯ বিলিয়ন মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৩ শতাংশ।

এদিকে, ননট্র্যাডিশনাল মার্কেটেও পোশাক রপ্তানি কমেছে। এই মার্কেটের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, সাউথ কোরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি দেশ।

ননট্র্যাডিশনাল মার্কেটে জুলাই থেকে নভেম্বরে পোশাক রপ্তানি হয়েছে ২.৬৭ বিলিয়ন মার্কিন ডলারের। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক। সে হিসেবে পোশাক রপ্তানি কমেছে ৩.১৯ শতাংশ। 

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়