প্রেসবক্সে মিরাজ-শান্ত, খুনসুঁটি-টিপ্পনির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার
নাজমুল হোসেন শান্ত ভেতরে ঢুকে একটু চমকেই গেলেন। সোমবার সাত সকালে জাতীয় দলের টেস্ট অধিনায়ক হাজির মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে। ভেতরে ঢুকে চেয়ারে বসতেই তার মুখ থেকে বেরিয়ে গেল ‘‘এখান থেকে তো খুব ভালোই দেখা যায় খেলা…তাই সমালোচনাও বেশি করা যায়….!”
প্রথমবার নাজমুল গিয়েছিলেন মিরপুরের প্রেসবক্সে। সঙ্গে ছিলেন সতীর্থ মেহেদী হাসান মিরাজও। এদিন অল স্টার্স ম্যাচের ভিন্নধর্মী সংবাদ সম্মেলন হলো মিরপুরের প্রেসবক্সে। বিজয় দিবসে এবার বিশেষ ম্যাচ আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। প্রতি বছরই বিজয় দিবসের শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশের ম্যাচ হয়ে আসছে। একসময় এই ম্যাচে খেলতেন বর্তমান ক্রিকেটাররা। অনেক বছর ধরে এই ম্যাচটি হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে। এবারও সাবেকদের নিয়ে সেই ম্যাচ আছে বিজয় দিবসের সকালে। পাশাপাশি কোয়াবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই বাংলাদেশ অল স্টার্স ম্যাচ।
অদম্য ও অপরাজেয়- এ দুই দলের মধ্যে হবে ম্যাচটি। অদম্য দলকে নেতৃত্ব দেবেন মিরাজ। আর অপারেজয় দলকে শান্ত। আগামীকাল মহান বিজয় দিবস উদযাপনের পাশাপাশি এই ম্যাচ আয়োজনের উদ্দেশ্য কোয়াবের তহবিল সংগ্রহও। টি-টোয়েন্টি ম্যাচটি শুরু বিকেল সাড়ে পাঁচটায়। বিসিবির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকেট। খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টসে।
নিজেদের মধ্যে ম্যাচ আয়োজনের উদ্দেশ্য অনেক বড় হলেও দুই অধিনায়কের কথাতেই প্রতিদ্বন্দ্বীতার ঝাঁঝ পাওয়া গেল, ‘‘এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি। তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড। ছাড় দেওয়ার কথা যেটা বললেন, কোনো ছাড়াছাড়ি হবে না। শুয়াই ফেলব একদম।’’
মিরাজ বলেছেন, ‘‘যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা... যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই... সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেটটার জবাবটা দিতে।’’
শান্ত ও মিরাজের সঙ্গে গিয়েছিলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। কোয়াবের উদ্যোগের প্রশংসা করতেও ভোলেননি মিরাজ।
“এই আয়োজন থেকে যে ফান্ডিং আসবে, সেটা পুরোপুরি ক্রিকেটারদের জন্যই ব্যয় হবে। আগেও অসুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে কোয়াবের ফান্ড কাজে লেগেছে। আরও ফান্ড থাকলে আরও অনেককে সাহায্য করা যেত। ভবিষ্যতের কথা ভেবেই এই উদ্যোগ।”
বাংলাদেশ অল স্টার্স দুই দলের স্কোয়াড:
অপরাজেয়: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, জিসান আলম, নুরুল হাসান সোহান, এসএম মেহরব, জাকের আলী, শামীম হোসেন, রকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
অদম্য: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, হাবিবুর রহমান সোহান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।
ঢাকা/ইয়াসিন/আমিনুল