ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫
নওগাঁয় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ

নওগাঁয় শীতের দাপট বেড়েছে। সকাল হতেই বৃষ্টির মতো ঝরছে শিশির। কুয়াশায় ভিজে যাচ্ছে রাস্তা-ঘাট। দিনভর কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

সোমবার (২১ ডিসেম্বর) বদলগাছী উপজেলা কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে বৃষ্টির মতো শিশির ঝরতে দেখা যায়।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা আরমান হোসেন জানিয়েছেন, তিন দিন ধরে মেঘ ও কুয়াশার চাদরে সূর্য ঢাকা পড়ায় শীতের প্রকোপ বেশি হচ্ছে। এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে।

ঢাকা/সাজু/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়