ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীক্ষায় অযোগ্য বলায় শিক্ষককে পেটালেন ছাত্রের বাবা

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:৩২, ২২ ডিসেম্বর ২০২৫
পরীক্ষায় অযোগ্য বলায় শিক্ষককে পেটালেন ছাত্রের বাবা

আহত মাদরাসা শিক্ষক হাবিবুর রহমান

ঝিনাইদহের কালীগঞ্জে পরীক্ষায় অযোগ্য বলায় মাদরাসা শিক্ষক হাবিবুর রহমানকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বাবার বিরেুদ্ধে।

গত শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ে ঘটনাটি ঘটে। রবিবার (২১ ডিসেম্বর) থানায় মামলা হয়েছে।  

আরো পড়ুন:

আহত শিক্ষক হাবিবুর রহমান কালীগঞ্জ শোয়াইবনগর কামিল মাদরাসার সহকারী শিক্ষক ও মজদিয়া গ্রামের সিরাজুল ইসলাম বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, শোয়াইবনগর কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র আল সিয়াম গত ১১ মাসে মাত্র ২৫ দিন ক্লাসে উপস্থিত ছিল। এ কারণে তাকে পরীক্ষার উপযুক্ত নয় বলে জানানো হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার বাবা শাহাজান।

শনিবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ের সামনে দিয়ে যাওয়ার সময় জরুরি কথা আছে বলে পথ রোধ করেন শাহাজান। দাঁড়ানো মাত্রই হাবিবুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন তিনি।

শোয়াইবনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, “সিয়াম নিয়মিত ক্লাস করে না এবং তার পড়ালেখার মানও সন্তোষজনক নয়। একজন শিক্ষার্থী পরীক্ষার উপযুক্ত না হলে তাকে তো আর পরীক্ষা দিতে দেওয়া যায় না। বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। এ কারণে শ্রেণি শিক্ষক হাবিবুরকে হাতুড়ি পেটা করা হয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, “রবিবার থানায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশ অভিযুক্ত শাহাজানকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায়, তবে তিনি পালিয়ে যান।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়