ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্রের লাইসেন্স নবায়নে গিয়ে গ্রেপ্তার সাবেক পৌর মেয়র

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:০৭, ২২ ডিসেম্বর ২০২৫
অস্ত্রের লাইসেন্স নবায়নে গিয়ে গ্রেপ্তার সাবেক পৌর মেয়র

আফজাল হোসেন রানা

নিজ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা (৫৮)। রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। 

দুপুর ৩টার দিকে আফজালকে সদর থানায় হস্তান্তর করা হয়। সেখানে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার আফজাল পৃথক দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেওয়ায় সবকটি পদই তাকে হারাতে হয়েছে। 

জেলা গোযেন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান বলেন, “ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়