ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসমান হাদির মৃত্যুতে উপহাস, জঙ্গি ট্যাগ; ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৮, ২১ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির মৃত্যুতে উপহাস, জঙ্গি ট্যাগ; ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ‘আউট’ এবং ‘জঙ্গি’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার ইয়াহিয়া (২৬) ওই এলাকার মো. আব্বাসের ছেলে। তার ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায়, তিনি কক্সবাজার জেলা শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ইয়াহিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নানা বিতর্কিত পোস্ট দেন। হাদির মৃত্যুর পর তিনি উপহাস করে ইংরেজিতে ‘আউট’ লিখে একটি পোস্ট করেন, যা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তার ওই পোস্টে নেটিজনরা নানান মন্তব্য করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পাশে হাদিকে সমাহিত করা নিয়েও আপত্তিকর পোস্ট করেন ইয়াহিয়া। এক স্ট্যাটাসে হাদিকে ‘জঙ্গি’ অভিহিত করে তিনি লিখেন, বিশিষ্ট ব্যক্তিদের পাশে কোনো জঙ্গির কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবে না।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘‘ইয়াহিয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়